সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অভিভাবকদের সচেতনায় বাল্য বিয়ে বন্ধের প্রধান হাতিয়ার- ইউএনও শামছুল আরিফ

প্রথম পাতা » প্রধান সংবাদ » অভিভাবকদের সচেতনায় বাল্য বিয়ে বন্ধের প্রধান হাতিয়ার- ইউএনও শামছুল আরিফ
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



---

মোঃ আমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাল্যবিয়ে এবং ইভটিজিং প্রতিরোধ বিষয়ে অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরী করার লক্ষ্যে “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ কাজল মালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ। অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী।এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামছুল আরিফ বলেন, বাল্যবিয়ে বন্ধে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে।আর অভিআাবকদের সচেতনতায় হলো প্রধান হাতিয়ার।অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে বাল্যবিয়ে তুলনা মূলকভাবে কমে যাবে। বর্তমান সরকার শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে শিক্ষার্থীদের মাঝে শতভাগ উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের এ উদ্যোগ মূলত শিক্ষার্থীরা যেনো পরিবারের বোঝা হয়ে না থাকে সেজন্য। তাই প্রতিটি শিক্ষার্থীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে তাদের পড়ালেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করেন তিনি।সমাবেশে রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য, সামাজিক ব্যক্তিবর্গ ও অভিভাকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০০:২৮   ২০৬ বার পঠিত  |