সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

শিক্ষাই দারিদ্রতাকে জয় করতে পারে - চরফ্যাশনে পরিবেশ উপমন্ত্রী

প্রথম পাতা » চরফ্যাশন » শিক্ষাই দারিদ্রতাকে জয় করতে পারে - চরফ্যাশনে পরিবেশ উপমন্ত্রী
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



---মিজান নয়ন, চরফ্যাশন অফিস ।।ভোলা বানী॥
পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম অনগ্রসর এই জনপদের শিক্ষা বিকাশে অমৃত্যু কাজ করেছেন। শিক্ষাই দারিদ্রতাকে জয় করতে পারে। অনগ্রসরকে এগিয়ে নিতে পারে। আজ সোমবার  দুপুরে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলাম’র ২৫তম স্মরণসভা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী আরো বলেন, আজ যারা শিশু কিশোর আগামীতে তারাই দেশ গড়বে। দেশটাকে গড়ার প্রয়োজনে নিজেকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নীলিমা নিগার সুলতানা জ্যাকব। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রভাষক মনির আহমেদ শুভ্রসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চরফ্যাশন ও মনপুরার ২০১৬ সালের প্রাথমিক,ইবতেদায়ী, জেএসসি ও জেডিসির  ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত   ২শ’৮৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে  ১ হাজার টাকা করে  এবং ২০১৭ সালের এসএসসি ও দাখিল, এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১শ’ জন শিক্ষার্থীর প্রত্যেককে  ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে একটি করে  বঙ্গবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রদান করেন ।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৭   ২৪০ বার পঠিত  |