পঙ্গু লিয়াকে আট লক্ষ টাকার এফডিআর দিলেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » পঙ্গু লিয়াকে আট লক্ষ টাকার এফডিআর দিলেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭



---ইয়াছিনুল ঈমন।।ভোলাবাণী ।।
ক্ষনস্থায়ী সুন্দর এ পৃথিবীতে যুগে যুগে অসংখ্য কবি,সাহিত্যক,দার্শনিক, লেখক,রাজনীতিক মানবতার জয়গান গেয়ে মানুষের মাঝে চিরস্মরনীয় হয়ে আছেন। তাদের সেসব আবেগ জাগানো লেখা ও কির্তী মানুষের মানবিকতাকেই জাগ্রত করেনি,সৃস্টিশীল সত্যানুসন্ধানী মহৎ মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষদের প্রেরনা ও যুগিয়েছে।
অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সময়ে মানবিকতার বিরল দৃস্টান্ত স্থাপন করেছেন কিংবদন্তী রাজনীতিবীদ ভোলা-১ আসনের সংসদ সদস্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি।
দ্বীপজেলা ভোলার আলোচিত ঘটনা ভোলা পল্লী বিদুৎ সমিতি কর্তৃক ঘরের চালের উপর দিয়ে জোরপুর্বক নিয়ম বহির্ভুত বিদুৎ লাইনে বিদুৎস্পৃস্ট হয়ে নিস্ঠুরতার শিকার হয় সদর উপজেলার দক্ষিন দিঘলদী বালিয়া গ্রামের দিনমজুর ফিরোজ মিয়ার ১২ বছরের কন্যা স্থানীয় নেয়ামতপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী শামীমা আক্তার (লিয়া)।
বিদুৎস্পৃস্ট হওয়ার পর লিয়াকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে তার বাম হাত ও দুই পায়ের দুটি করে আঙ্গুল কেটে ফেলায় পঙ্গু হয়ে যায়। নির্মম এ নিস্ঠুর, ঘটনা একাধিক পত্রিকা অনলাইন,ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলেও লিয়ার পরিবার কিছু আর্থিক সহায়তা পাওয়া ব্যাতীত লিয়ার চিকিৎসা,কৃত্তিম হাত,ও পুনর্বাসনের জন্য কেউ এগিয়ে আসেনি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট হতে লিয়া চিকিৎসা পরবর্তী ছারপত্র পাওয়ার পর লিয়া ও তার মা বাবা বাণিজ্যমন্ত্রীর বনানীর বাসভবনে সাক্ষাত করে ঘটনার বিস্তারিত বর্ননা দিলে মাননীয় মন্ত্রী মহোদয় নির্মম এই নিস্ঠুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।পল্লী বিদুৎ সমিতির এহেন দায়িত্বহীনতার জন্য ও তিনি ক্ষোভ প্রকাশ করেন। মাননীয় মন্ত্রী মহোদয় নাতনীসম লিয়াকে তাহার পাশে নিয়ে বসান লিয়ার গায়ে হাত বুলিয়ে দিয়ে লিয়াকে আদর করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
মাননীয় মন্ত্রী মহোদয় লিয়াকে একটি কৃত্তিম হাত পল্লী বিদুৎ সমিতি হতে এক লক্ষ টাকা ও উপস্থিত ভোলার সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন হতে এক লক্ষ টাকা সহ লিয়াকে একটি এফডিআর ও তার লেখাপড়ার খরচ বহন করার আশ্বাস প্রদান করেন।
তারই প্রেক্ষিতে আজ ১৫.০৯.১৭ইং সকাল ১১টায় মাননীয় মন্ত্রী তার বনানীর বাসভবনে লিয়ার বাবা মোঃ ফিরোজ মিয়ার হাতে ভোলা ন্যাশনাল ব্যাংক শাখায় করা আট লক্ষ টাকার এফডিআর ডকুমেন্টস হস্তান্তর করেন। মাননীয় বানিজ্যমন্ত্রীর আট লক্ষ টাকার এফডিআর পেয়ে লিয়ার বাবা কেদেঁ কেদেঁ বলেন মেয়েটির ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন ছিলাম মাননীয় মন্ত্রীর পুনর্বাসনে তার নিকট চিরঝনী হয়ে হয়ে গেলাম।এছারা ও কৃত্তিম অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনকারী প্রতিস্ঠান’এনডোলাইট বাংলাদেশ এর মাধ্যমে লন্ডন হতে লিয়ার জন্য উন্নত মানের একটি কৃত্তিম হাত ও সংযোজন করা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লিয়ার বাবা।

বাংলাদেশ সময়: ১৩:০২:৫৭   ২১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ