সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

ভোলার রাজাপুরে ১৯ মাস পর ইউপি চেয়ারম্যান পদে নৌকার জয়

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার রাজাপুরে ১৯ মাস পর ইউপি চেয়ারম্যান পদে নৌকার জয়
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭



---।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি: অবশেষে ভোলার ১ নং রাজাপুর ইউনিয়নে নির্বাচন শেষে হওয়ার দীর্ঘ দেড় বছর পর নৌকা প্রতিকের প্রার্থী মো. মিজানুর রহমান খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
তার আলোকে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মো. মিজানুর রহমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। গত ৫ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখে নির্বাচন কমিশন একটি সংশোধনী গেজেটের মাধ্যমে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মো. মিজানুর রহমান খা নাম ঘোষণা করে।
এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার রাজাপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মো. মিজানুর রহমানকে ৯৩ ভোটে পরাজিত করে আনারস প্রতিকের প্রার্থী মো. রেজাউল হক মিঠু চৌধুরী বিজয় হয়। পরে ইউনিয়নটির ৪, ৫ ও ৬নং কেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন জানিয়ে নির্বাচনী ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন নৌকা প্রতিকের প্রার্থী মিজানুর রহমান খা। নির্বাচনি ট্রাইবুনাল সকল কিছু পর্যালোচনা করে সর্বশেষ মিজানুর রহমান খা কে ৭৭ ভোটে বিজয়ী ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৩:১০:২৮   ৪৭৯ বার পঠিত  |