শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

আগামীকাল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু

প্রথম পাতা » জাতীয় » আগামীকাল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামীকাল (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে। তবে এই অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।

এর আগে সংসদের ১৬তম ও বাজেট অধিবেশন ১৩ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। রোববার অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই চূড়ান্ত হবে অধিবেশন কয়দিন চলবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন এবার ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরব হতে পারে সংসদ। এর আগের অধিবেশন সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ২৪ কার্যদিবস চলে। ওই অধিবেশনে বাজেটের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন এমপিরা।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩২   ১৬১ বার পঠিত  |