বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়ন ছাএদল আহবায়ক কে কুপিয়ে জখম

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়ন ছাএদল আহবায়ক কে কুপিয়ে জখম
বুধবার, ৩০ আগস্ট ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন ছাএদল আহবায়ক আব্দুল মান্নান কে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার বিকেলে কাজীর হাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত হাসাননগর ইউনিয়ন ছাএদল আহবায়ক আব্দুল মান্নান জানান রবিবার বিকেলে আমি কাজীর হাট বাজারে অবস্থান করছিলাম।হঠ্যাৎ করে হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মীর সোহাগ এবং সাধারনসম্পাদক রাজীব পাটোয়ারী সহ ১০-১২ জন লোক আমার উপর অর্তকিত হামলা চালায় এবং আমাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে এবং আমার কাছে থাকা নগদ ২লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ডিসকভার ১০০ সিসি হোন্ডা ছিনিয়ে নেয়।আমি তখন আত্মরক্ষাতে ঘটনাস্থল থেকে পালিয়ে আসি ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই।আহত মান্নান আরো জানান আমার শরীরে জখমকৃত স্থানে ৬ টি সেলাই লেগেছে এবং আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এব্যাপারে অভিযুক্ত হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মীর সোহাগ এবং সাধারনসম্পাদক রাজীব পাটোয়ারী কে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করে ও পাওয়া যায় নি।
হামলায় আহত মান্নান কে দেখতে ভোলা সদর হাসপাতালে আসেন ভোলা জেলা বিএনপির বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের সেলিম,ভোলা জেলা ছাএদল সভাপতি খন্দকার আলআমিন,ছাএদল যুগ্ম সম্পাদক আশরাফুল আলম ফিরোজ,থানা ছাএদল যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ টিটু,মো: শফি,জেলা ছাএদল জাহিদুল ইসলাম টিটু,জেলা ছাএদল নেতা মো: শাখাওয়াত শাকিল,কলেজ ছাএদলের আহবায়ক জাহাংগীর আলম,পৌর সেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন হাওলাদার সহ যুবদল ছাএদলের অনেক নেতৃবৃন্দ।
এই হামলার ত্রীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা বিএনপির বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন এবং ভোলা জেলা ছাএদল সভাপতি খন্দকার আলআমিন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:০২   ৪৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ