শনিবার, ২৬ আগস্ট ২০১৭

শশীভূষণে দুর্ণীতির অভিযোগে তদন্ত শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে দুর্ণীতির অভিযোগে তদন্ত শুরু
শনিবার, ২৬ আগস্ট ২০১৭



---আদিত্য জাহিদ ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের সাড়ে ৩ একর জমির উপর নির্মিত সাড়ে ২৫ হাজার মেট্রিকটন ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামে নৈাশ প্রহরী সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সংরক্ষিত বেষ্টনীর ভেঙ্গে যাওয়া দেয়ালের ইট নিজ বাসায় নিয়ে টয়লেট নির্মান, পুরাতন লোহা বিক্রি করা , গুদামের মধ্যে জায়গা দখল করে ছাগল, হাস মুরগী পালন করা সহ সরকারী গাছ কর্তন করার অভিযোগে ভোলা খাদ্য কর্মকর্তার নির্দেশে তিন সদস্য টিম গঠন করে শনিবার তদন্ত শুরু করেছেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানান, বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ও সবজি চাষ করে সকল কর্মকর্তা, কর্মচারী, সবজির সুবিধা ভোগ করে এছাড়া নৈাশ প্রহরী সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা অস্বীকার করে খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তি রঞ্জনদাস জানান, অফিসের বেষ্টনীর মধ্যে বাহিরের লোকজনকে সুবিধা না দেয়ার কারনে অভিযোগ করেন। যার ফলে তদন্ত কমিটি এসেছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৪   ২২১ বার পঠিত  |