বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭

ক্লাশ রুমে শিক্ষিকা গনধর্ষনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্লাশ রুমে শিক্ষিকা গনধর্ষনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



---

হেলাল উদ্দিন গোরদার।।ভোলাবাণী।।বরগুনা জেলার বেতাগী উপজেলায় উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিল্পি রাণীকে ক্লাশ রুমে জোরপূর্বক গনধর্ষন ও পাষবিক নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (শাহীন), মজিবুর রহমান মজিব, নজরুল ইসলাম রিপন, তরিকুল ইসলাম, কামরুল হাসান ও মনির সাজওয়াল প্রমূখ। এসময় বক্তারা বলেন, গত ১৭ আগষ্ট বরগুনা জেলার বেতাগী উপজেলায় উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিল্পি রাণীর স্বামীকে স্কুলের ক্লাশ রুমে আটকে রেখে কিছু দূর্বৃত্ত শিক্ষিকাকে গনধর্ষন করে। যা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এরকম ঘৃন কর্মকা-ের তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে করে ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ করতে কেহ সাহস না পায়। পরে তারা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের মাধ্যমে অভিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৪   ৪৯৫ বার পঠিত  |