ভোলা জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক র‌্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক র‌্যালি অনুষ্ঠিত
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



---।।ভোলাবাণী ডেক্স।।ভোলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজেন পালিত হয়েছে শোক র‌্যালী। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে শোক র‌্যালিটি বের হয়ে সদর রোড প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মোকতার হোসেন, জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, সুব্রত কুমার সিকদার, সিভিল সার্জেন রথীন্দ্রনাথ মজুমদার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ।
এদিকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে ভোলায় শোক র‌্যালি বের করে ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। ১৫ আগস্ট মঙ্গলবা সকাল সাড়ে ১১টায় ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য এই শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেয় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু, পৌর মেয়র আলহাজ্ব মোহা: মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি এ্যাড: জুলফিকার আহমেদ, এ্যাড: সৈয়দ আশরাফ হোসেন লাভু, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
এসময় বক্তারা এই শোককে শক্তিতে রুপান্তর করে আগামীতে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান। এসময় তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। নৌকার পক্ষে গণজোয়াড় সৃষ্টি করতে হবে। বক্তারা বঙ্গবন্ধুর আর্দশকে সবার মাঝে ধারন করার আহবান জানায়। র‌্যালিতে অংশ নেয় ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ, ভোলা জেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ অন্যান্য সংগঠন।
অন্যদিকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিশুদের মাঝে রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় এতে অংশ নেয়। এতে শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন আবৃত্তি, ছবি ও রচনা লিখেন। এর মাধ্যমেই তারা বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলেন।
ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বিশিষ্ট শিল্প উদ্দ্যোক্তা ও ভোলা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তোমাদের জন্য এ দেশটি স্বাধীন করেছেন। তোমরা মেধা ও যোগ্যতার মধ্য দিয়ে বড় হয়ে দেশের জন্য কাজ করবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সহ সভাপতি আফসার উদ্দিন বাবুল, সাংবাদিক অভিতাভ রায় অপু, সাংবাদিক সামস-উল আলম মিঠু, ভোলা জেলা লেডিস কাবের সাধারন সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, আবৃত্তি শিল্প রেহানা ফেরদাউস, শরমিন জাহান শ্যামলি, এ্যাডভোকেট জুবলি বেগম, ভালা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি গালিব, সম্পাদক আদিল হোসেন তপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৫১:২০   ১৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ