সোমবার, ২৪ জুলাই ২০১৭

ভোলায় এসএসসি পরীক্ষায় এবারও সেরা ফাতেমা খানম ডিগ্রি কলেজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় এসএসসি পরীক্ষায় এবারও সেরা ফাতেমা খানম ডিগ্রি কলেজ
সোমবার, ২৪ জুলাই ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলায় এবারও এইচএসসি পরীক্ষায় জেলার সেরা হওয়ার পাশপাশি বরিশাল শিক্ষা বোর্ডের সেরা তালিকায় স্থান করে নিয়েছে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। পাশের হার প্রায় ৯৮। ১৯৯৭ সালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার মায়ের নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এসএসসি পরীক্ষাসহ সকল পরীক্ষায় এ কলেজ ভাল ফলাফল অব্যাহত রেখেছে। গত কয়েক বছরই জেলা ও বরিশাল বিভাগের সেরা তালিকায় স্থান করে নিয়েছে এ কলেজটি। এদিকে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেয়ার ঘোষনা দিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রিয় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে ফলাফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ সময় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিংবডির সদস্য চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম, অপর গর্ভনিংবাডির সদস্য মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ আবুল কাসেম, সিনিয়র শিক্ষক আবুল বাশার, অমিতাভ অপু, ইংরেজি শিক্ষক মাকসুদুর রহমান, গোল্ডেন জিপিএ- পাঁচ প্রাপ্ত শিক্ষার্থী মীরা বৈদ্য প্রমুখ। অপরদিকে ফলাফলের দিক দিয়ে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা সরকারি কলেজ। ওই কলেজ থেকে জিপিএ পাঁচ পেয়েছে ২৭ জন ও পাশের হার ৯৪ দশমিক ৩১। তৃতীয় স্থানে রয়েছে চরফ্যাশন সরকারি কলেজ। জিপিএ- পাঁচ পেয়েছে ২৪ জন। পাশের হার ৯১ দশমিক ৮৪। লালমোহন করিমুননেসা হাফিজ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৫টি। পাশের হার ৬৬। দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাশের হার ৮১। বোরহানউদ্দিন সরকারি আব্দুর জব্বার কলেজে জিপি-পাচ পেয়েছে ২ জন। পাশের হার ৮২। লালমোহন সরকারি শহবাজপুর কলেজে জিপিএ-৫ নেই। পাশের হার ৩১। আলতাজের রহমান কলেজে জিপিএ-৫ নেই। পাশের হার ৫৭। নাজিউর রহমান কলেজে জিপিএ-৫ নেই। পাশের হার ৭৫ ভাগ। ইলিশা মডেল কলেজের জিপিএ-৫ নেই। পাশের হার প্রায় ৬৫ ভাগ। ভোলার সেরা কলেজের মধ্যে অনেক কলেজই এবার জিপিএ-৫ না থাকায় হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে গতকাল ফলাফল প্রকাশের পর ফাতেমা খানম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আনন্দ উৎসব করে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৩   ১০৩৮ বার পঠিত  |