রবিবার, ২৩ জুলাই ২০১৭

আগামীকাল সোমবার পবিত্র হজ যাত্রা শুরু

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » আগামীকাল সোমবার পবিত্র হজ যাত্রা শুরু
রবিবার, ২৩ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। আগামীকাল সোমবার পবিত্র হজ যাত্রা শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট সকাল সাতটা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। উড়োজাহাজ বিজি-১০১১-এর একটি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ঢাকা ছেড়ে যাবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।

চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয়-সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। বিমান এবং সাউদিয়া এয়ার লাইন্স সমসংখ্যক হজ যাত্রী পরিবহন করবে।

এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩,৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন হজযাত্রী বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য ইতোমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। এছাড়া ৪০৬ আসনের লিজে বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ হজযাত্রীদের পারাপার করবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত শিডিউল ফ্লাইটেও কিছু হজযাত্রী যাবেন।

বাংলাদেশ সময়: ২১:৩০:২৯   ৩৯৬ বার পঠিত  |