শনিবার, ২২ জুলাই ২০১৭

সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার
শনিবার, ২২ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে সরকার ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তাই ‘নিবর্তনমূলক’ কোন আইনই তিনি সমর্থন করেন না। ইতিমধ্যে আইনমন্ত্রী ৫৭ ধারা সংশোধনের কথাও বলেছেন।”

শুক্রবার রাতে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত গাইবান্ধার জাতীয় পুরষ্কার প্রাপ্তদের সংবর্ধনা ও এ বছরের বাছাই পর্বের বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘নতুন প্রজন্মের হাতে জ্ঞানের আলোকবর্তিকা তুলে দেয়ার মাধ্যমে শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান। তাদের সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।’ তিনি মাদকাসক্তি ও জঙ্গিবাদ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন পাকবীর।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৮   ১৫৩ বার পঠিত  |