শুক্রবার, ২১ জুলাই ২০১৭

ভোলা পৌরসভার ৩০৪ কোটি টাকার বাজেট ঘোষনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা পৌরসভার ৩০৪ কোটি টাকার বাজেট ঘোষনা
শুক্রবার, ২১ জুলাই ২০১৭



---

ইয়াছিনুল ঈমন ।।সিনিয়র স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।। ভোলা পৌরসভায় ৩০৪ কোটি ৯০ লক্ষ, ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভা হল রুমে পৌরসভার জনপ্রিয় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ২০১৭-২০১৮ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার দোস্ত মাহামুদ, ভোলা জেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন শাহীন, পৌর সভার সাবেক কাউন্সিলার মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, পিপি এড্যাভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের পৌরভার নাগরিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাজেটে রাজস্ব আয় ধার্য করা আছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করেন। মনিরুজ্জামান নিজের মেয়াদে ৭ম বারের মত এ বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০:২৭:২৭   ২০৯ বার পঠিত  |