বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

ভোলায় তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা

প্রথম পাতা » ভোলার মিডিয়া » ভোলায় তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬



---বিশেষ প্রতিনিধি: তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে শিশুশ্রম ইসুতে সংবাদ পরিবেশনের কলা কৌশল উপস্থাপন বিষয়ক ৩ দিনের কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজের হলরুমে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ মো: নজরুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন, এমজিপি প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান সহ অনেকে। এই কর্মশালায় বিভিন্ন টেলিভিশন ও রেডিও’তে কর্মরর্ত সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪০   ১৭২ বার পঠিত  |