দেশের প্রথম ফুল সরণি হচ্ছে বরিশাল-ভোলা সড়কে

প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশের প্রথম ফুল সরণি হচ্ছে বরিশাল-ভোলা সড়কে
শুক্রবার, ১৪ জুলাই ২০১৭



---বরিশাল প্রতিবেদক।।ভোলাবাণী।।
দেশে প্রথমবারের মতো ফুল সরণি নির্মাণ করা হচ্ছে বরিশাল-ভোলা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে। আগামি ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় মোড় (হিরন পয়েন্ট) থেকে চরকাউয়া জিরো পয়েন্ট পর্যন্ত ৪.৮ কিলোমিটার সড়কে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের তিন হাজার চারা রোপনের মাধ্যমে এ ফুল সরণি বিনির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
এদিকে চারা ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ ফুল সরণি নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ করেছে সড়ক ও জনপথ বিভাগ। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নগরীর তিনটি সরকারী কলেজের অধ্যক্ষ, দুইটি ইউনিয়ন পরিষদসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠানের সদস্যরা।
এ অভিযান পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠণ করা হয়েছে। ইতোমধ্যে সাভার থেকে সংগ্রহ করা হয়েছে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের তিন হাজার চারা। এদিকে অভিযানের সার্বিক বিষয় তুলে ধরে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান জানান, আগামি ১৫ জুলাই বরিশাল-ভোলা মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় থেকে চরকাউয়া জিরো পয়েন্ট পর্যন্ত ৪.৮ কিলোমিটার সড়কের দুই পাশে তিন হাজার সৌন্দর্য বর্ধনকারী কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের চারা রোপন করা হবে। ওইদিন সকাল ১০টায় অভিযান শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত।
এতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাসহ প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করার প্রত্যাশা করেছেন জেলা প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের মোড়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোঃ শহীদুজ্জামান।
সূত্রমতে, ৪.৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১০০ মিটার করে ৪৮টি খন্ডে ভাগ করে সেখানে চারা রোপনের জন্য ৪৮টি দল নির্বাচন করা হয়েছে। নান্দনিকতা ফুটিয়ে তুলতে পর্যায়ক্রমে একেক খন্ডে কৃষ্ণচূড়া, সোনালু এবং জারুল গাছের চারা রোপন করা হবে। এ সময় পুরো সড়কজুড়ে মনোরম পরিবেশ সৃষ্টির জন্য কৃষ্ণচূড়ার চারা রোপনকারী দলের মাথায় বাঁধা থাকবে লাল ফিতা, সোনালু চারা রোপনকারী দলের সোনালি এবং জারুল গাছের চারা রোপনকারী দলের মাথায় বাঁধা থাকবে বেগুনি রঙের ফিতা। অভিযানে অংশগ্রহণকারীদের উজ্জীবিত রাখতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য থাকবে একাধিক সাংস্কৃতিক ও বাদক দল। এ ছাড়া দেশের প্রথম স্বীকৃত ফুল সরণি বিনির্মাণ অভিযান সরাসরি জেলা প্রশাসনের ফেসবুক টিভিতে সম্প্রচার করা হবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১১:১০:২২   ৬০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ