সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে শত শত যাত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে শত শত যাত্রী
রবিবার, ২ জুলাই ২০১৭



বোরহানউদ্দিন সীমান্তবর্তী উত্তাল মেঘনা নদীতে চলছে ট্রলার দিয়ে যাত্রী পাড়াপাড়।

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে উত্তাল মেঘনা নদীর বোরহানউদ্দিন উপজেলা হাকিমুদ্দিন লঞ্চ ঘাট দিয়ে স্থানীয় প্রভাবশালী মহল ফিটনেস বিহীন ছোট ছোট লঞ্চ ও ট্রলার দিয়ে উত্তাল মেঘনায় শত শত যাত্রী পাড়াপাড় করছে। এ রুঢে সি-ট্রাক না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পাড়াপাড় হচ্ছে বলে জানিয়েছে যাত্রীরা।

সূত্রমতে জানা গেছে, উত্তাল মেঘনা নদীকে ড্রেঞ্জার জোন হিসাবে চিহিৃত করে প্রতি বছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর দীর্ঘ ৭ মাস ফিটনেস বিহীন ছোট ছোট লঞ্চ ও ট্রলার দিয়ে যাত্রী পাড়াপাড়ে নিষেধাজ্ঞা জারি করেন সরকার। কিন্তু স্থানীয় কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত অর্থ উপার্জনের লোভে ড্রেঞ্জার জোন জেনেও ফিটনেস বিহীন ছোট ছোট লঞ্চ ও ট্রলার দিয়ে শত শত যাত্রী পাড়াপাড় করার অভিযোগ উঠেছে। হাকিমুদ্দিন ঘাট থেকে আলেকজান্ডার রুঢে সি-ট্রাক থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে ছোট ছোট লঞ্চ দিয়েই পাড়াপাড় করা হচ্ছে শত শত যাত্রী। এছাড়া চরজহির উদ্দিন ট্রলার দিয়ে শত শত যাত্রী নিয়ে উত্তার মেঘনা পাড়ি দিচ্ছে। কিন্তু এতে তেমন একটা মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট প্রশাসনের।

লঞ্চ যাত্রী মো: হানিফ জানান, এ রুঢে সি-ট্রাক না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে ছেলে সন্তান নিয়ে বাধ্য হয়েই এ ছোট লঞ্চে পাড়াপাড় হচ্ছি। তিনি এ রুঢে দ্রুত সি-ট্রাক দেয়ার জোড়ালো দাবী জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস জানান, সরকারের নিষেধাজ্ঞা জনসাধারণ কে অবহিত করা হয়েছে। এটা সম্পূণ অবৈধ কাজ। কিছু দুষ্ট চক্র মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এর আগেও অভিযান চালানো হয়েছে আবারোও যদি এসকল অবৈধ যানবাহন চলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এব্যাপারে ভোলা বিআইডব্লিউটিএ দায়িত্বরত ইন্সেপেক্টর মো: নাসিম জানান, মেঘনা নদীতে ৭ মাস ফিটনেসবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। যদি মানুষের জীবন নিয়ে কেউ এ ব্যবসা করে থাকে তা অভিযান দিয়ে বন্ধ করে দেয়া হবে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩১   ৩২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ