রবিবার, ১৮ জুন ২০১৭

চরফ্যাশনে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি উপমন্ত্রীর সমবেদনা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি উপমন্ত্রীর সমবেদনা
রবিবার, ১৮ জুন ২০১৭



---মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস॥
চরফ্যাশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে পাঠানো এক বার্তায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপি জানান, চরফ্যাশন বাজারের সদর রোডে সাবেক স্টিল ব্রীজ সংলগ্ন ফ্যাশন বোর্ডিংসহ থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে যে ১৭টি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে গেছে তিনি তাদের পাশে থাকবেন এবং সরকারি ও ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করবেন।
এদিকে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক মো.সেলিম উদ্দিন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলাম, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি ও কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান প্রভাষক আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক প্রভাষক মনির আহাম্মদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক আল এমরান, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মন্নান ,সাধারণ সম্পাদক মো.হাছান, ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী, সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন আল আমিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সভাপতি আরাফাত হোসেন নুরনবীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন করে তারা উপমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশ, গত শনিবার ভোর পৌনে ৪টায় চরফ্যাশন বাজারের সাবেক স্টিল ব্রীজ সংলগ্ন ফ্যাশন বোর্ডিংসহ থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী।

মিজানুর রহমান নয়ন

বাংলাদেশ সময়: ১০:৩৬:০৭   ৩৬৪ বার পঠিত  |