শুক্রবার, ৯ জুন ২০১৭

বিয়ের এক বছর পর ও শ্বশুর বাড়ির স্বীকৃতি পায়নি অন্তস্বত্তা দীপ্তী।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিয়ের এক বছর পর ও শ্বশুর বাড়ির স্বীকৃতি পায়নি অন্তস্বত্তা দীপ্তী।
শুক্রবার, ৯ জুন ২০১৭



---ইয়াছিনুল ঈমন।।ভোলাবাণী।।

বিয়ের এক বছর পর ও শ্বশুর বাড়ির স্বীকৃতি পায়নি অন্তস্বত্তা দীপ্তী। শ্বশুর বাড়ির স্বীকৃতির দাবিতে গত কয়েকদিন ধরে শ্বশুর বাড়ির এলাকা লালমোহনে অবস্থান করছেন দীপ্তী।
এক বছর পূর্বে লালমোহনের ব্যাবসায়ী কালীপদ দাসের পুএ উজ্জলের সাথে ঢাকার গাজিপুরে একই সাথে চাকরী করার সুবাদে পরিচয় হয় দীপ্তির। পরে তাদের মধ্যে পরিণয় থেকে বিয়ে হয় গাজীপুর শিব মন্দিরে। সেখানে তারা একত্রে বসবাস করলেও উজ্জল দীপ্তিকে বাড়ি আনতে অস্বীকৃতি জানায় বাবা-মায়ের ভয়ে। শেষ পর্যন্ত দীপ্তি লালমোহনে একাই চলে আসে শ্বশুরের ঘরে উঠার জন্য।গত রবিবার শ্বশুর বাড়ির স্বীকৃতির দাবিতে ঢাকা থেকে ভোলার লালমোহন এসে সরাসরি চলে যান লালমোহন বাজারের আলোচিত ব্যবসায়ী কালিপদ দাসের বাড়িতে কিন্তুু সেখানে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও পুত্রবধুর স্বীকৃতি তো দুরের কথা তাদের ঘরে ও অবস্থান করতে দেয়নি ব্যাবসাীয় কালী প্রসাদ। উপজেলা নির্বাহি অফিসার কালিপদ দাসের পরিবারকে বলেও কোন সমাধানে না পৌছায় দীপ্তি রাণীকে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জয় কুমার দাসের বাসায় থাকতে দেন।একই সাথে কালিপদ দাসকে তার ছেলে উজ্জলকে হাজির করার জন্য বলেন। উজ্জল এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দীপ্তি রাণীকে আশস্ব করেন ইউএনও।
দীপ্তি রাণী জানান, উজ্জলের বাসার সামনে দিন-রাত কান্নাকাটি করলেও তাদের একটু ও মায়া হয়নি। ঘরের ভেতর উজ্জলের পরিবার চুপচাপ থাকে। উজ্জলের পিতা বিভিন্ন লোক দিয়ে তাকে হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। যারা দীপ্তিকে বিভিন্ন অশালীন কথাবার্তা বলছে। বর্তমানে নিরাপত্তাহীনতার আশংকা প্রকাশ করে দীপ্তি জানান, আমি আমার স্বামীর ঘরেই থাকতে চাই এবং পুএ বধুর স্বীকৃতি চাই।
এ ব্যাপারে কথা বলতে কালী প্রসাদ এবং তার ছেলে দীপ্তীর স্বামী উজ্জলের ফোনে বেশ কয়েকবার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫:২০:১১   ২৮০ বার পঠিত  |