শুক্রবার, ২ জুন ২০১৭

টস হেরে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধূলা » টস হেরে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
শুক্রবার, ২ জুন ২০১৭



---

ভোলাবাণী: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে প্রথমে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০০৯ সালে। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাস্ত করে অসিরা।

২০০৯ সালে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। আর ২০০০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ময়েজেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০০   ১৮৫ বার পঠিত  |