প্রায় এক বছর পর ক্যামেরার সামনে

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রায় এক বছর পর ক্যামেরার সামনে
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



---ভোলাবাণী: আগের মতো জৌলুস নেই এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপির ক্যারিয়ারে। তারপরও পুরনো সেই ধাঁচে ফিরতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনয়শিল্পী প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।

গত ২৩ মে পপি একটি খণ্ড নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাম ‘মেন্টাল’। পরিচালনা করছেন কায়সার আহমেদ। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।

পপি বলেন, ‘গেল বছরের কোরবানি ঈদে নাটকে কাজ করেছিলাম। তারপর প্রায় এক বছর পর আজ আবার শুটিং করছি। এই নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। আশা করছি ঈদে প্রচার হলে নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটি আসছে ঈদে আরটিভির জন্য নির্মিত হচ্ছে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। এছাড়াও ফারুক আহমেদ, এহসানুল হক মিনু ও শামীমা তুষ্টি অভিনয় করছেন।’

তিনি আরও জানালেন, খুব শিগগিরই ‘রাজপথে’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। এটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

এদিকে পপি এবারের (২০১৬-১৭) মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন। ২৪ মে নতুন কমিটির সঙ্গে তিনিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:৪৯   ১৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ