বরিশালে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু
সোমবার, ১৫ মে ২০১৭



---

ভোলাবাণী: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে সারা দেশের মতা বরিশালেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে পাঁচটি ট্রাকে চার ধরনের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের নিত্য পণ্য কিনতে দেখা গেছে।

ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। টিসিবি পণ্যের গুণগত মানও ভালো বলে ক্রেতারা জানিয়েছেন।

নাসির উদ্দিন সোহাগ নামে এক ক্রেতা জানান, টিসিবি পণ্যের মান ভালো হওয়ায় তিনি খুশি। তবে মসুর ডালের দাম আরেকটু কম হলে সুবিধা হতো।

টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অপারেটর মো. সহিদুল ইসলাম জানান, এ অঞ্চলের আট জেলায় ১২১জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল নগরীতে রয়েছে ২১জন ডিলার। ছোলা বুট ৭০ টাকা, চিনি ৫৫ টাকা, সয়াবিন ৮৫ টাকা এবং মসুর ডাল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এবার খেজুর সরবরাহ না থাকায় তা বিক্রি করতে পারছে না টিসিবি।

তিনি আরও জানান, ইতিমধ্যেই টিসিবির প্রথম বরাদ্দের পণ্য নগরীর বান্দ রোডে সিএসডিতে ( ত্রিশ গোডাউন) পৌঁছে গেছে। এর মধ্যে প্রথম বরাদ্দে ১০৫ টন অস্ট্রেলিয়ান মসুর ডাল, ১২০ টন ছোলা বুট, ৮০ হাজার লিটার উন্নতমানের ভোজ্য (সয়াবিন) তেল এবং ১০০ টনের মতো চিনি ট্রাকে করে বিক্রির জন্য মজুদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৪   ১৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ