শনিবার, ১৩ মে ২০১৭

দক্ষিণ আইচায় বৈদ্যুতিক শক খেয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় বৈদ্যুতিক শক খেয়ে স্কুল ছাত্রের মৃত্যু
শনিবার, ১৩ মে ২০১৭



---

দক্ষিণ আইচা: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বৈদ্যুতিক শক খেয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯ নং চর মানিকা ইউনিয়নের চর কচ্ছুফিয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আজাদ মেস্তুরীর ছেলে ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্র সামীম (৭) গত ৩০ এপ্রিল রবিবার বিকাল ৫ টার সময় পল্লী বিদ্যুতেরর তারের সাথে সকে মৃত্যু বরন করেন।

রাতেই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া স্কুল ছাত্র সামীম (৭)’র জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এলাকা বাসীর অভিযোগ, এলাকার অনেক জায়গায় বসতঘর ও রাস্তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে পল্লী বিদ্যুতের লাইন, এওয়াজপুরের পানিরকল নামক এলাকায় কাঠঠোকরায় নষ্টকরা সাত আটটি বৈদ্যুতিক কাঠের খুঁটিতে পল্লী বিদ্যুতের লাইন, পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তা - কর্মচারী দের ম্যানেজ করে নেওয়া অবৈধ ঝুঁকিপূর্ণ পার্শ্ব সংযোগ রয়েছে। এসব থেকেও বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০২   ২৩৪ বার পঠিত  |