স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে রীতিমতো চমক দেখালেন স্থানীয় আওয়ামী লীগের নেতা জাফর উল্লাহ।

বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারিভাবে আনারস প্রতীকে মো. জাফর উল্লাহ ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আলী হিরা তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট।
বাংলাদেশ সময়: ১৮:২২:২৬ ১৪৭ বার পঠিত | উপজেলা চেয়ারম্যানজাফর উল্লাহবোরহানউদ্দিন