ইউনিয়ন চেয়ারম্যানের সই জাল করে অবাধে বিক্রি হচ্ছে পরিচয় পত্র

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউনিয়ন চেয়ারম্যানের সই জাল করে অবাধে বিক্রি হচ্ছে পরিচয় পত্র
বৃহস্পতিবার, ৪ মে ২০১৭



 

---

আমজাদ হোসেন, ভোলাবাণী: ভোলার লালমোহনের ৭নং পাশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সই জাল করে পরিচয় পত্র অবাধে গজারিয়া বাজারের বিভিন্ন স্হানে ১০,২০ এবং ৫০ টাকায় বিক্রি করছেন বশির (৪১) নামের এক ব্যক্তি।

গতকাল পরিষদের নিচে আ’লীগ অফিসের পাশের একটি দোকানে বশিরকে সাধারণ মানুষের কাছে এসব অসাধু কাজ করতে দেখা গেছে।

সাধারণ মানুষ জাল সই যুক্ত এই সনদ ব্যাংক বা বিভিন্ন অফিসে নিয়ে গেলে তা গ্রহণ না করে উল্টো তাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন ভুক্ত ভূগিরা।

এ প্রসজ্ঞে ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু ইউছুফকে জানানো হলে তিনি বলেন সাধারণ মানুষের সকল সুযোগ সুবিধার জন্য আমি আছি তারা আমার কাছ থেকে এসব নিতে পারে, অযথা তারা হয়রানির শিকার হলে আমার কি করার আছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল আরিফ এ প্রসজ্ঞে বলেন যে সকল অসাধু ব্যক্তি এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে এই প্রতিবেদক কে জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪০   ৩৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ