বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

বরিশাল শিক্ষাবোর্ডে ভোলা জেলা ৫ম স্থান অর্জন করেছে

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল শিক্ষাবোর্ডে ভোলা জেলা ৫ম স্থান অর্জন করেছে
বৃহস্পতিবার, ৪ মে ২০১৭



ফাইল ছবভোলাবাণী: ভোলায় এসএসসি পরীক্ষায় পাস করেছে ৯ হাজার ৩২ জন। এদের মধ্যে ছাত্র ৪ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ৪ হাজার ১৫৪ জন। জেলায় পাসের হার ৭০. ৫৮ %। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষনে দেখা গেছে বরিশাল বিভাগে ভোলা জেলা ৫ম স্থান অর্জন করেছে। এছাড়া পাসের হারে জেলায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এবছর জেলার ১৯১টি শিক্ষা প্রতিষ্ঠা থেকে মোট অংশগ্রহন করেছে ১২ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিলো ৭ হাজার ৪০ এবং ছাত্রী ছিলো ৫ হাজার ৭৫৭জন।

বরিশাল শিক্ষাবোর্ডের কন্ট্রোলার মো: আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভোলার জেলার ৬টি স্কুল শতভাগ পাস করেছে। এছাড়াও ভোলার লালমোহন উপজেলার বালুর চর দালাল বাজার মাধ্যমিক থেকে কেউ পাস করেনি। বালুরচর দালালবাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৭ জন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

এদিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২০৪ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যাদের মধ্যে পাস করেছে ২০০জন। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২৯জন। পাসের হার ৯৯.০২।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর পরীক্সঅয় অংশগ্রহন করে ১৮৩জন এদের মধ্যে পাস করেছে ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৯.৪৫।
বেসরকারি স্কুলের মধ্যে শহরের এ রব স্কুল এন্ড কলেজ ভালো ফলাফল অর্জন করেছে। এ স্কুল থেকে এ বছর ২০৮ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছে ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩জন। পাসের হার ৮৭.০২। আগের তুলনায় ফলাফল কিছুটা কম হলেও ফলাফলে নিয়ে সন্তুষ্ট অধ্যক্ষ শাফিয়া খাতুন। তিনি বলেন, বেসরকারি স্কুলের মধ্যে শুধু এ রব স্কুল এন্ড কলেজ সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে টবগী মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছে ১২১ জন যাদের মধ্যে পাস করেছে ৯৯ জন, ব্যাংকেরহাট কো অপারেটিভ স্কুল এন্ড কলেজ থেকে ১০৮ জনের মধ্যে ৯২ জন. শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজে থেকে অংশগ্রহন করেছে ৫৯ জন এদের মধ্যে পাস করেছে ৫১ জন। মাসুমা খানম স্কুল থেকে ৪৪ জনের মধ্যে পাস করেছে ৩৪ জন। এছাড়াও জেলার অনেক স্কুল ভালোফল অর্জন করেছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে ভোলার লালমোহন উপজেলার বালুর চর দালাল বাজার মাধ্যমিক থেকে কেউ পাস করেনি। তবে এ বিদ্যালয় থেকে মোট কতজন পরীক্ষা দিয়ে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৯   ২৪০০ বার পঠিত  |