বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।। মনপুরা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে প্রানিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রানীসম্পদ প্রদর্শণী মেলা ২০২৪অনুষ্ঠিত হয়েছে।

মনপুরা প্রানিসম্পদ প্রদর্শনী মেলায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জহিরুল ইসলাম ।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রানীসম্পদ প্রদর্শনী মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। প্রদর্শনী মেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার রেবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, হাজির হাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার।

উপসহকারী প্রানিসম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা মোঃ হাসান সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা প্রানিসম্পদ দপ্তরের অতিরক্তি জেলা প্রানিসম্পদ অফিসার দেবাশীষ কুমার কুন্ডু, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মারাজিয়া রহমান সম্পা ও খামারী মাও. মোঃ সিহাবউদ্দিন। এই সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইঁয়া,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাংবাদিক মোঃ মামুনসহ সকল খামারীগন,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

মেলায় উন্নত জাতের গরু, গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর প্রদর্শন করা হয়। প্রদর্শনী মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় উন্নত সডজাতের গবাধী পশু ,পাখি, প্রদর্শনকারীদের যাছাই-বাছাই করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রদর্শনী মেলায় ৩০টি স্টলে প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৩   ৯৭ বার পঠিত  |