২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় প্রার্থীদের সাথে আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় প্রার্থীদের সাথে আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি॥

আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আচরন বিধিমালা প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মনপুরা প্রার্থীদের সাথে আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার কিছু খন্ড চিত্র

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অবাধ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহনযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের  নির্বাচনের সকল আচরন বিধি মেনে চলার জন্য ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধাান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের রির্টানিং অফিসার অনিমেষ কুমার বসু ।
প্রধান অতিথি ও রির্টানিং অফিসারগন বলেন নির্বাচন কালীন কোন প্রার্থী যদি আচরন বিধি লংঘন করেন তাহলে নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উপযুক্ত তথ্য প্রমান পেয়ে অভিযোগের  সত্যতা প্রমানিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে। সকলকে নির্বাচনের আচরন বিধি মেনে চলার জন্য নির্দেশ দেন। তারা আরও বলেন প্রতিদিন প্রত্যেক প্রার্থী দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারনা করতে পারবেন। কোন মিছিল , জনসভা ,পথ সভা করতে পারবেন না। শুধু মাত্র আইন শৃঙ্খলা বাহিনির কাছ থেকে অনুমতি নিয়ে উঠান বৈঠক করতে পারবেন। কেউ অন্য কেউর প্রচারনায় বাধা দিতে পারবেন না। সকলকে নির্বাচন কমিশনের আইন মেনে প্রচারনা করতে হবে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে সকল ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহন করেছেন।

মনপুরা প্রার্থীদের সাথে আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার কিছু খন্ড চিত্র

এব্যাপারে রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান ও অনিমেষ কুমার বসু বলেন, অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহন করেছেন। আচরন বিধি লংঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৪   ১৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ