মোঃছালাহউদ্দিন।।ভোলাবাণী।।
মনপুরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এলামনাই এসোসিয়েশন সার্বিক সহযোগীতায় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় হাজির হাট ইউনিয়নের উত্তর চর যতিন জামে মসজিদ প্রাঙ্গনে গরীব অসহায় শীতার্তদের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এলামনাই এসোসিয়েশন পক্ষে কম্বল বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সাবেক ছাত্র ও বর্তমান বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূঁইয়া।
অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর চরযতিন জামে মসজিদ কমিটির সভাপতি আঃ মান্নান মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধক্ষ আমিনুল ইহসান জসিম, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:৫১:০৯ ১০৮ বার পঠিত | কম্বল বিতরণমনপুরা