শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

লালমোহন নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহন নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন
শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪



লালমোহন ভোলা প্রতিনিধি।। ভোলাবাণী।।  ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পাঁচতলা ভবন।

ইতোমধ্যে প্রায় শেষের পথে ভবনের কাজ। অতিদ্রুত ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষ কে বুঝিয়ে দিতে পারবেন বলে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইলি এন্টারপ্রাইজ।

লালমোহন নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবনজানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি স্কুল সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজটি করছেন মেসার্স ইলি এন্টারপ্রাইজ।

মেসার্স ইলি এন্টারপ্রাইজের কর্ণধার খোকন গোলদার বলেন, ভবনটি নির্মাণ বরাদ্দে প্রয়োজনীয় সরঞ্জামের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে সব সরঞ্জামের দাম বরাদ্দ মূল্যের দ্বিগুণ। তবুও বিদ্যালয়ের কাজটি দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে। আশা করি, আগামী তিনমাসের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো।

এ বিদ্যালয়ে রয়েছে প্রায় চারশত শিক্ষার্থী, পাঁচতলা নতুন ভবনটি বুঝে পেলে আরও বেগবান হবে পাঠদান কার্যক্রম এমনটা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আকতার।

বাংলাদেশ সময়: ২২:০৭:১৩   ১৫৩ বার পঠিত  |