বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

ভোলায় ২টি সার্টারগান, গুলিসহ তিন জলুদস্য আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ২টি সার্টারগান, গুলিসহ তিন জলুদস্য আটক
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলায় ২টি সার্টারগান ও ১৫টি কার্তুজসহ মিরাজ বাহিনীর প্রধান মিরাজসহ তিন জলদস্যুকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ ভোলা। মঙ্গলবার দিবাগত রাত (২৩শে জানুয়ারী) সন্ধ্যা ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরালিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ইনচার্জ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ভোলায় ২টি সার্টারগান, গুলিসহ তিন জলুদস্য আটক

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মোজাম্মেল খালাসীর ছেলে মিরাজ হোসেন (৪০) পার্শ্ববর্তী গ্রাম চরমনসার শফিক বেপারীর ছেলে রুবেল বেপারী (২৮) ও ধনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে আব্বাসউদ্দীন (২৮)।ডিবি ইনচার্জ এনায়েত হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত গোয়েন্দা শাখার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, তামিলকৃত আসামী গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় কন্দ্রকপুর গ্রামের কোড়ালিয়া মসজিদের পাশে মেঘনা নদীর পাড় থেকে তাদেরকে ২টি দেশিয় পাইপ গান ও ১৫ কার্তুজ গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মেঘনা নদী ও বিভিন্ন যায়গায় চুরি,ডাকাতি ও জলদস্যুতা করে আসছে বলে জানান গোয়েন্দা পুলিশ।

দৈনিক আজকের ভোলাকে ডিবি ইনচার্জ এনায়েত হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৪   ২৭৫ বার পঠিত  |