শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪





---মিজান নয়ন,চরফ্যাশন অফিস -ভোলা  বানী,
ভোলার চরফ্যাশনে বাবার মৃত্যুর পর লাশ দাফনে সন্তানদের আপত্তির কারণে নির্ধারিত সময়ে জানাজা হয়নি। ফলে ফিরে গেছেন জানাজায় অংশ নিতে আশা লোকজন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের জানাজা হয়নি তবে বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, মাদ্রাজ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ চরআফজাল গ্রামের মৃত আবদুর রহিম তফাদারের ছেলে  নিহত  রতন তফাদার (৭০) একাধিক বিয়ে করেছেন। কিন্তু তিনি সন্তানদের মধ্যে সম্পত্তির সঠিক বন্টন করেন নি। পিয়ারা নামে তার এক মেয়ের কাছ থেকে জমি বিক্রির কথা বলে টাকা নিলেও তাকেও দলিল দেননি। এসব বিরোধের সমাধান দেননি তিনি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা গেলে বিকেল তিনটায় জানাজা এবং দাফনের সময় নির্ধারন করে নিহতের পরিবারের এক পক্ষের তরফ থেকে এলাকায় জানিয়ে দেয়া হয়।
নির্ধারিত সময় বিকেল তিনটায় জানাজা হয়নি বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ইত্তেফাককে জানান, নিহত রতন তফাদার একাধিক বিয়ে করেছেন, কিন্তু সন্তানদের মধ্যে সম্পত্তির  সঠিক বন্টন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। ভাই বোনদের মধ্যে যারা সম্পত্তি বেশী নিয়েছেন তারা অন্যদের ফেরত দিবেন এমর্মে স্টাম্পে লিখিত দিলে এশারের পর জানাজা এবং দাফন সম্পন্ন  হবে।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান বিষয়টি আমাকে কেউ জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩১   ১৪৩ বার পঠিত  |