শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

বরিশালের জনসভায় প্রধানমন্ত্রীআজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ

প্রথম পাতা » ফটোগ্যালারী » বরিশালের জনসভায় প্রধানমন্ত্রীআজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



ভোলাবাণী ডেক্স।।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকে দুর্ভিক্ষ নেই, হাহাকার নেই। ’

বরিশাল  জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাআজ শুক্রবার বিকাল ৪টায় দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় এ কথা বলেন তিনি।

প্রায় পাঁচ বছর পর তিনি বরিশাল সফরে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানাও।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত। তারা (বিএনপি-জামায়াত) সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপি ও তাদের দোসররা নির্বাচন বানচাল করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, শস্যভাণ্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই। বরিশালে মেডিকেল খুলে দিয়েছি, এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হবে।

এরআগে, সকাল ৯টায় বরিশালের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা এবং বেলা সাড়ে ৩টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

এদিকে, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে সকাল থেকে সমাবেশস্থলে দলে দলে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। বঙ্গবন্ধু উদ্যান মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি দেশের কয়েকটি জেলায় জনসভা করছেন। তারই ধারাবাহিকতায় আজ বরিশালের এ সফর।

বাংলাদেশ সময়: ১৯:০০:০৫   ১৫১ বার পঠিত  |