মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬

ভোলায় ইউনিসেফের সহযোগীতায় কিশোরী ক্লাবের উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইউনিসেফের সহযোগীতায় কিশোরী ক্লাবের উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী ডেস্ক: ভোলায় ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্টের ইসিএম প্রকল্পের ওয়ার্ড ভিত্তিক কিশোরী ক্লাবের ১২৬জন পিয়ার লিডারদের নিয়ে নেটওয়ার্ক তৈরী ও উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভার আয়োজন করে ভোলা সদর উপজেলা প্রশাসন। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মোঃ মোজাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোহা: সেলিম উদ্দিন, বিশেষ অতিথি, ইউনিসেফের বরিশাল বিভাগের চীফ এএইচ তৌফিক আহমেদ। ছবি তপু তালুকদারঅন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিসেফের স্কুল ভিত্তিক প্রগ্রাম অফিসার কাওসার আহাম্মেদ, ইসিএম প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ইসিএমএর ভোলা সদর উপজেলার মনিটরিং অফিসার খালেদ সাইফুল্লাহ মাসুম। বক্তারা তাদের বক্তব্যে বালেন, শুন্য থেকে ১৮বছর পর্যন্ত সকলেই শিশু। এর মধ্যে শিশুদের ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত এ বয়সটা খুবই ঝুকিপূর্ণ। এসময় শিশুরা স্কুল থেকে ঝড়ে পরতে দেখা যায়। এবং শিশু বিবাহের মতো একটি মরণ ব্যাধিতে আক্রান্ত হতে দেখা যায়। এ সকল শিশুদের সুরক্ষার জন্য ইউনিসেফের সহযোগীতায় ইসিএম প্রকল্প ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১টি কিশোর ও ১টি কিশোরী ক্লাব তৈরী করেছে। প্রতিটি ক্লাবে ৩০জন সদস্য রয়েছে। শিশুদের সুরক্ষার জন্য প্রতিটি ক্লাবে সপ্তাহে ১দিন করে মিটিং করা হয়। যার ফলশ্রুতিতে বর্তমানে শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানুষিক স্বাস্থি পূর্বের চেয়ে অনেকটা কমের দিকে। বক্তারা আরো বলেন, শিশুদের সু-রক্ষার জন্য এসকল ক্লাবের মাধ্যেমে শিশুরাই এগিয়ে আসবে শিশুরাই সিদ্ধান্ত নিবে। বক্তব্য শেষে বিজয়ী পেয়ার লিডারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহা: সেলিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ৯:৩৯:১৬   ১৭৭ বার পঠিত  |