স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেওয়ার অপরাধে রোববার ভোলায় আইয়ুব আলী (২১) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আইয়ুব জেলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজির হাট ইউনিয়নের চর মতিন গ্রামের মৃত আব্দুল ওদুদ পাটোয়ারীর ছেলে।

(৫ নভেম্বর) মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আইয়ুব আলী একজন শিবির কর্মী। সে প্রায় সময়ই তার নিজের ফেসবুক টাইমলাইনে সরকার বিরোধী স্ট্যাটাস দিয়ে থাকেন। স্থানীয়রা এ বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ২২:৪২:৩০ ৫০ বার পঠিত |