মধ্য রাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশ সুরক্ষায় প্রস্তুত মনপুরার জেলেরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্য রাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশ সুরক্ষায় প্রস্তুত মনপুরার জেলেরা
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,বিক্রয় ও বিনিয়োগ নিষিদ্ধ।

মনপুরা হাজিরহাট স্লুইজগেইট সংলগ্ন ঘাটে চিত্র

সরকারের এই নিষেধাজ্ঞা মানতে মনপুরার জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইলিশ মৌসুমে জেলেরা তেমন কোন ইলিশের দেখা পায়নি। ইলিশ মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় অধিকাংশ জেলে দায় দেনা জর্জরিত। ১২ অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন তার চিন্তায় এখন জেলেরা দুঃচিন্তায় আছেন। সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করলে জেলেরা বেকার হয়ে পড়বে। পরিবার পরিজন নিয়ে জেলেরা এখন দুঃচিন্তায় আছেন।সরজমিনে উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে দেখা যায় সরকারের এই নিষেধাজ্ঞা মানতে মনপুরার জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। জেলেরা মেঘনায় মাছ না থাকায় আগেবাগেই ট্রলার ও জাল নিয়ে ঘাটে আসতে শুরু করেছেন। অনেক জেলেকে ট্রলার থেকে জাল উপরে উঠাতে দেখা গেছে। আবার অনেক জেলে জাল তুলে বুনতে দেখা গেছে। কোন কোন জেলে ঘাটে ট্রলার বেধে বাড়ী চলে গেছেন।
হাজির হাট স্লুজগেইট সংলগ্ন মৎস্য ঘাটের ফারুক মাঝি বলেন, নদীতে এবছর কোন মাছ পাইনি। আমরা দায় দেনায় জর্জরিত। উপরে উঠার পর আমরা কিভাবে সংসার চালাবো তাই নিয়ে দুঃচিন্তায় আছি। আমাদের বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

আড়তদার নিজামউদ্দিন হাওলাদার, মোঃ গিয়াসউদ্দিন আজম বলেন, এবছর নদীতে জেলেরা তেমন ইলিশ মাছ পাইনি। ইলিশ না থাকায় আমাদেরও খুব কষ্ট হয়েছে। তারপরেও সরকারের নিষেধাঞ্জা মানতে জেলেদের বলে দিয়েছি। অনেক জেলে ইতিমধ্যেই নৌকা বা ট্রলার নিয়ে ঘাটে চলে এসেছে।
আমরাও আড়ত বন্ধ করে দিয়েছি।

এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় ইলিশ মাছ আহরন ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,বিক্রয় ও বিনিয়োগ নিষিদ্ধ। আমরা মাইকিং করে ব্যপক প্রচার , সচেতনতা সভা করে জেলেদের সচেতন করেছি। মেঢ়নায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৮   ১৫২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন
আপনাদের জন্যই দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি —-ইউএনও রাসনা শারমিন মিথি
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল
পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা ভোলায় ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্টের উদ্বোধন
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন
বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার ও বলগেট জব্দ করায় বিক্ষোভ মিছিল-ভূমি অফিস ঘেরাও
ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাটকা ইলিশ জব্দ
কৃষি পরিসেবা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবীতে স্মারক লিপি
কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবী

আর্কাইভ