মনপুরায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



মোঃ ছালাহউদ্দিন।।ভোলা বাণী।।মনপুরা প্রতিনিধি ॥

মনপুরা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সরকারের বেধে দেওয়া মূল্যে পণ্যদ্রব্য বিক্রয়  করা হচ্ছে কিনা তা সরজমিনে মনিটরিং করছেন তিনি।

মনপুরায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ

বৃহস্পতিবার উপজেলার প্রধান বাজার হাজির হাট বাজারের মুদি ও কাঁচামাল বিক্রেতাদের দোকানে গিয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার।এসময় কোথাও ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করতে দেখা যায়নি। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে পন্য বিক্রয় করছেন ব্যবসায়ীরা। কোন মুদি দোকানে পন্যের বিক্রয় মূল্য তালিকার চার্ট টানানো হয়নি। মনিটরিং শেষে উপজেলা নির্বাহী অফিসার সকল ব্যবসায়ীদের সরকারের নির্ধারিত মূল্যে পন্য বিক্রয় করার নির্দেশ দেন। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রয় করার অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে বলে সর্তক করেন।

ব্যবসায়ীদের অভিযোগ তারা আড়ত থেকে সরকারের নির্ধারিত মূল্যের  চেয়ে বেশি দামে পন্য ক্রয় করে আনেন। এই জন্য তারা বাধ্য হয়ে বেশি দামে পন্য বিক্রয় করেন। আড়তে(গুদামে)দাম কমলে তারাও কম দামে পন্য বিক্রয় করতে পারবেন। এই জন্য সরকার আগে আড়ত (গুদাম) পাইকারি (ব্যবসায়ীদের)  বিক্রয়কারীদের  মনিটরিং করার দাবী করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, সরকার এবিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। আড়ত(গুদামে ) মনিটরিং করা হচ্ছে। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় না করে নির্ধারিত মূল্যে পন্য বিক্রয় করার নির্দেশ দেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রয় করার অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। উপজেলার প্রতিটি বাজারে মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উরল্লখ্য বাজারের প্রতিটি দোকানে আলু বিক্রয় হচ্ছে ৪৫টাকা, ডিম ১হালি(৪টি) ৫৫টাকা. পেয়াজ ৮০/৯০টাকা ।

বাংলাদেশ সময়: ০:৩৫:০৫   ৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ