বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

বোরহানউদ্দিনে অধিক দামে ভোজ্য তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে অধিক দামে ভোজ্য তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ভোলাবাণী।।

ভোলার বোরহানউদ্দিনে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

বোরহানউদ্দিনে অধিক দামে ভোজ্য তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলার বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর বাজার মনিটরিং এর সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

এসময় ২০০৯ এর ৪০ ধারায় ২টি মামলায় ১০০০ টাকা করে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে গত রবিবার বোরহানউদ্দিনের কুঞ্জের হাট বাজারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২টা মামলায় ১২০০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে,কেউ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ দামে পন্য বিক্রয় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৮:০৩:৫৯   ১০৫ বার পঠিত  |