বুধবার, ২৩ আগস্ট ২০২৩

মস্কোয় সুউচ্চ ভবনে ড্রোন হামলা

প্রথম পাতা » এশিয়া » মস্কোয় সুউচ্চ ভবনে ড্রোন হামলা
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।মস্কোয় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানায় দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসি।

 

মস্কোয় সুউচ্চ ভবনে ড্রোন হামলা

সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বিধ্বংসী ইউনিট ইউক্রেনের একটি ‘সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে এবং মস্কোকে লক্ষ্যস্থল করা কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘১ অগাস্ট রাতে মস্কো ও মস্কো অঞ্চল লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোনযোগে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল কিয়েভ সরকার, তা প্রতিহত করা হয়েছে। ’

মস্কোর কেন্দ্রস্থল থেকে পশ্চিমদিকে শহরতলীতে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

এ ঘটনার পর মস্কোর প্রধান তিনটি বিমানবন্দরের একটি ভিনুকোভা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল, পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হয়।

এর আগে রোববারও তবে এ ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ মন্তব্য করেন, ‘হতাশ ইউক্রেন বেপারোয়া হয়ে এসব হামলা চালাচ্ছে।’ এ ধরনের হামলা প্রতিহত করতে রাশিয়া সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।

মস্কোর বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা এই যুদ্ধকালে রাশিয়ার ভূখণ্ডে যেসব হামলা হয়েছে সেগুলোর দায়ভার খুব কমই নিয়েছে ইউক্রেন।

তবে এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলার কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৭   ১১৫ বার পঠিত  |