ডেঙ্গু রোধে মশক নিধন অভিযানে ভোলা পৌরসভায় খোলা হল আরও একটি নতুন ইউনিট

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গু রোধে মশক নিধন অভিযানে ভোলা পৌরসভায় খোলা হল আরও একটি নতুন ইউনিট
সোমবার, ১৭ জুলাই ২০২৩



ছোটন সাহা।।ভোলাবাণী।। উপকূলীয় জেলা ভোলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমন। এতে শঙ্কিত রোগী ও তাদের স্বজনরা। গত ২৪ ঘন্টায় জেলা চিকিৎসাধীন আছেন ৩০ জন। এদের মধ্যে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। এদের মধ্যে ৬ জন নারী ও ১৫ জন পুরুষ।
মশক নিধন অভিযানে ভোলা  পৌরসভায় খোলা হল আরও একটি নতুন ইউনিটসংক্রমন বাড়ায় সোমবার (১৭ জুলাই) সকালে থেকে এ হাসপাতালে নতুন আরেকটি ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে ২৪ টি এবং ৬ উপজেলায় আরও ৩০ বেডসহ মোট ৫৪ টি শয্যা চালু হলো।
জেলার ৬ টি স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন ১৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আরও ৩০জন।

এদিকে ডেঙ্গুর সংক্রমন রোধে ভোলা পৌরসভার পক্ষ থেকে মশক নিধন অভিযান চলছে।
সকাল থেকে ভোলা হাসপাতাল চত্বরসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান চলছে।
ভোলা পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, ৬ টি ফগার ও ৩ টি স্প্রে মেশিন দিয়ে পৌরসভার ৯ টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম চলবে। সোমবার পৌরসভার ৩ টি ওয়ার্ডে এ কার্যক্রম চলছে।
ভোলার সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গু রোধে স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছে। আমরা করোনা ইউনিটগুলোকে ডেঙ্গু ইউনিট হিসাবে চালু করেছি। রোগীদের প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলাম বলেন, আক্রান্তদের সংখ্যা বাড়ায় আরও একটি ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে। জুলাই মাসে এ পর্যন্ত ৯৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ২২ জন।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, মশন নিধন অভিযান চলমান আছে, আশা করি দ্রুতই ডেঙ্গুর বিস্তার নির্মূল হবে।
স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য মতে জানা গেছে, জুন মাসের শুরুর দিকে ঢাকা এবং চট্রগ্রাম থেকে আগতরা আক্রান্ত হলেও এখন স্থানীয়ভাবেই আক্রান্ত হচ্ছেন রোগীরা।

বাংলাদেশ সময়: ২০:৩০:২৭   ৯৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ