কোটির ক্লাবে তানজিন তিশার ৫১ নাটক

প্রথম পাতা » টিভি চ্যানেল » কোটির ক্লাবে তানজিন তিশার ৫১ নাটক
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



ভোলাবাণী বিনোদন ডেক্স।।

এখনকার সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে নাটক মানেই ভিউয়ের হিসাব। সে হিসাবে এবার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মেহজাবীন চৌধুরীর পর দ্বিতীয় নাট্যাভিনেত্রী হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার (১০ জুলাই) নাগাদ তার অভিনীত ৫১টি নাটক কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। নিজের নতুন এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।তিশা বলেন, ‘এমন খবর শোনার পর আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে যে আমার এত কাজ কোটি দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তাঁর সেগুলো পছন্দ করেছেন।’

দর্শকদের ধন্যবাদ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ভিউ মানে কাজটি কতজন দেখেছে। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’

তবে ভিউয়ের স্রোতে গা ভাসাতে রাজি নন তিশা, করতে চান মানসম্পন্ন কাজ। তার কথায়, ‘ভিউ আর মান দুটো আলাদা বিষয়। কাজ চূড়ান্ত করার আগে মানটা আগে খতিয়ে দেখি। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজ করতে চাই।’

সর্বশেষ তিশার ‘কঞ্জুস ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ২’ নাটক দুটি কোটির ক্লাবে প্রবেশ করে। এর আগে এই ক্লাবে নাম লেখায় তার অভিনীত ৪৯টি নাটক। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘শেষটা অন্যরকম ছিল’, ‘ছেলেটা বেয়াদব’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘হঠাৎ দেখা’, ‘মোবাইল চোর’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ শুনতে কী পাও’, ‘অনলি মি’, ‘মধ্যবিত্ত’, ‘এক মুঠো প্রেম’, ‘হ্যালো শুনছেন?’, ‘আফ্রিকান বউ’, ‘ওলট পালট’, ‘ব্রেকআপ’, চিংকি পিংকি’ ইত্যাদি।

এবারের ঈদে ৫টি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। গল্প ও চরিত্রের ভিন্নতার কারণে সবগুলো নাটকই দারুণ দর্শক সাড়া পাচ্ছে বলে জানান এ অভিনেত্রী।৫১টি নাটক কোটি ভিউ

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৭   ১৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

টিভি চ্যানেল’র আরও খবর


বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
কোটির ক্লাবে তানজিন তিশার ৫১ নাটক

আর্কাইভ