স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় এসএসসি পরিক্ষায় কৃতকার্য দরীদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস)।
মঙ্গলবার (১১ জুলাই)পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ।তিনি বলেন, জিপিএ-৫ আর গোল্ডেন পেলেই হবেনা প্রত্যেককে আদর্শ মানুষ হতে হবে। পুথিগত জ্ঞানের পাশাপাশি বাহিয্যিক জ্ঞান অপরিহার্য।
শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন তোমাদের এখনই সময় সিদ্বান্ত নেয়ার ভবিষ্যতে তোমরাও রাস্ট্র পরিচালনা করবে। এ জন্য আদর্শ মানুষ হয়ে তোমরাও দেশ গঠনে ভুমিকা রাখতে পারবে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক (হিসাব এন্ড অর্থ) মোঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা বৃত্তির চেক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৯ ১৪৪ বার পঠিত |