চরফ্যাশনে ট্রলারডুবিতে জেলের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে ট্রলারডুবিতে জেলের মৃত্যু
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



শশীভূষণ প্রতিনিধি।।ভোলাবাণী।। 

ঘূর্ণিঝড় মোখা পরবর্তী কালবৈশাখী প্রভাবে প্রচণ্ড ঝড়ের কবলে পরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্য ঘাটের পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

চরফ্যাশনে ট্রলারডুবিতে জেলের মৃত্যু

এতে ট্রলারে থাকা ২৭ জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা অপর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে । নিহত মোশাররফ হোসেন মশু উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।
(১৫ মে) সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকের মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।এসময় ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে যান কিন্তু নিহত মোশাররফ হোসেন (মশু) ৫৫ ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেনি।
এসময় পাশে থাকা একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন। ট্রলারটি উদ্ধারকারী কাদের মাঝি বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ট্রলার মাঝি খোরশেদ আলম জানিয়েছেন,ঘূর্ণিঝড় মোখা’র পরবর্তী সময়ে ২৭জন মাঝি মাল্লা নিয়ে মাছ স্বীকারে মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পরেই মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়েন জেলেরা।তিনি আরো বলেন ট্রলারটি ছোট হওয়ার কারণে সহজেই ডুবে গেছে ট্রলারটি এবং কেবিনে থাকার করণেই মোশারফ হোসেন মশু বের হতে পারেননি।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৯   ৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ