শনিবার, ১৩ মে ২০২৩

চরফ্যাশনে ইউপি সদস্যের ছেলের প্রহারে গ্রাম পুলিশ আহত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ইউপি সদস্যের ছেলের প্রহারে গ্রাম পুলিশ আহত
শনিবার, ১৩ মে ২০২৩



---চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥

ভোলার চরফ্যাশনে অবৈধ দখলদারের কবল থেকে সরকারি খাল উদ্ধারে গিয়ে মো. আবুল কালাম নামের এক গ্রাম পুলিশ হামলার শিকার হয়েছেন। হামলায় গুরুতর আহত গ্রাম পুলিশকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নুরাবাদ ইউনিয়নের দুলারহাট বাজারে এঘটনা ঘটে।

আহতের স্বজনদের অভিযোগ চিকিৎসার জন্য তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করতে বাধা দেয় হামলাকারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নুরাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল কালাম জানান, দুলারহাট বাজারের সরকারি খালটির খনন কাজ চলছে। পাশাপাশি চলছে খাল দখল উচ্ছেদ অভিযান। শনিবার দুপুরে চেয়ারম্যানের নির্দেশে তিনি অবৈধ দখলদার লিটনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল সরিয়ে নিতে বলায় লিটনসহ তার পক্ষ নেয়া নীল কমল ৫নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নাসিম পাটোয়ারীর ছেলে এনজেল পাটোয়ারী তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেদরক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। হামলাকারীরা তার পরিধেয় সরকারি পোষাক ছিড়ে ফেলে।

অভিযুক্ত লিটন এবং এনজেল’র মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য  জানা যায়নি।

নুরবাদ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনকালে  পিটিয়ে আহত করে তার পরিধেয় সরকারি পোষাক ছিড়ে ফেলা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, হামলার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৭   ১৫৩ বার পঠিত  |