মঙ্গলবার, ৯ মে ২০২৩

ভোলা-বরিশাল সেতুর অভাবে ভোলার গ্যাস অর্থনৈতিক কাজে লাগছে না: ড. শান্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা-বরিশাল সেতুর অভাবে ভোলার গ্যাস অর্থনৈতিক কাজে লাগছে না: ড. শান্ত
মঙ্গলবার, ৯ মে ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।  ভোলা-বরিশাল সেতুর অভবে ভোলার গ্যাস অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অর্থনীতিবীদ ড. আশিকুর রহমান শান্ত।

দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন অর্থনীতিবীদ ড. আশিকুর রহমান শান্ত

সোমবার (৮ মে) দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।মতবিনিময় সাভায় যুবলীগের কেন্দ্রীয় এই নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, গ্যাস প্রাকৃতিক সম্পদ, ভোলায় এতগুলো গ্যাসেরকূপ পাওয়া গেলো, সেই গ্যাস আমরা কাজে লাগাতে পারছিনা, যদি ভোলা-বরিশাল সেতু থাকতো তাহলে এই দ্বীপ জেলায় শিল্প-কলকারখানা গড়ে উঠতো, এতে হাজার হাজার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হতো।

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে স্থানীয় নেতাদের তেমন জোরালো প্রচেষ্টা নেই, তারা ভোলা-বরিশাল সেতু নির্মানের দাবি না তুলে, ঘরে ঘরে গ্যাস সংযোগ চায়, এই জেলার বিপুল পরিমাণ গ্যাস অর্থনীতিতে ভূমিকা রাখতে হলে প্রথমে আমাদের ভোলা-বরিশাল সেতু প্রয়োজন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে ভোলা-২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়, আপনারা দৌলতখান-বোরহানউদ্দিনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের সাথে নিয়ে ভোলা-বরিশাল সেতু নির্মান ও ঘরে ঘরে গ্যাস সংযোগ বাস্তবায়ন করবো।

বাংলাদেশ সময়: ৬:৫৩:৫৩   ৮৪ বার পঠিত  |