ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ মে) সকাল ১১টায় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) মোঃ আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ সময়: ৬:৪৯:২৪ ১১৫ বার পঠিত |