শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

ভোলার গ্যাস আবাসিক ব্যবহারের দাবি এলাকাবাসীরভোলার ইলিশা-১ কূপে গ্যাসের পরীক্ষা শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার গ্যাস আবাসিক ব্যবহারের দাবি এলাকাবাসীরভোলার ইলিশা-১ কূপে গ্যাসের পরীক্ষা শুরু
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



খলিল  উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

ভোলায় নতুন গ্যাস কূপ ইলিশা-১ খননকাজ শেষ হয়েছে।

আজ (২৮/০৪/২৩)শুক্রবার সকালে ওই কূপে আগুন প্রজ্বালন করে পরীক্ষার কাজ শুরু করা হয়। এটি জেলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত। ইলিশা -১ কুপটি ভোলা জেলার নবম কূপ।

ভোলার ইলিশা-১ কূপে গ্যাসের পরীক্ষা শুরুইলিশা-১ গ্যাস কূপের প্রকল্প পরিচালক আহসানুল আহমেদ জানান, ড্রিল স্টেম ট্রেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। খুব শিগগির জাতিকে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের শুভ সংবাদ জানানো হবে।

এই কূপে সন্তোষজনক মজুত রয়েছে বলে ধারণা তাদের। এর আগে ৯ মার্চ এই কূপের খননকাজ শুরু হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) তত্ত্বাবধানে রাশিয়ার গ্যাজপ্রম কোম্পানি এর খননকাজ করে।

এদিকে গ্যাস কূপে আগুন প্রজ্বালন করতে দেখে এলাকার মানুষ সকাল থেকে ভিড় জমান। তারা এখানকার মজুত গ্যাস আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১:২০:২৯   ১৩০ বার পঠিত  |