মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ভোলায় মসলায় ক্ষতিকর রং, কারখানার জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় মসলায় ক্ষতিকর রং, কারখানার জরিমানা
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



 স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুড়া তৈরি এবং ক্ষতিকর রং মেশানোর অভিযোগে একটি মসলা কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানায় এ জরিমানা করা হয়। ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন ঈদের বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে ও রং মিশিয়ে মসলা বাজারের বিক্রির প্রস্তুতির অভিযোগের ভিত্তিতে বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানায় অভিযান চালাই। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুড়া তৈরি করে রং মেশানো অবস্থায় পাওয়ায় যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:২৭   ৮৫ বার পঠিত  |