হাওলাদার শাহাবুদ্দিন ।।ভোলাবাণী।।ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়িতে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী কানু মুন্সীর বাড়িতে এদূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের জেবল হক মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাহজাহান সকালে প্রতিবেশী কানু মুন্সির বাড়িতে নারিকেল ক্রয় করতে যান। ওই ঘরের গৃহকর্তী নারিকেল গাছ থেকে পেড়ে নিতে বলেন। এসময় তিনি নারিকেল পাড়তে গাছের চুঁড়ায় উঠে শুকনা ডগা কাটার সময় পা ফঁসকে প্রায় ১৪ফুট উঁচু গাছ থেকে পড়ে যান।
এসময় গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৮:১৪ ১০২ বার পঠিত |