ভোলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের শুভ’র মৃত্যু।

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের শুভ’র মৃত্যু।
বুধবার, ১৫ মার্চ ২০২৩



মেহেদী হাসান মামুন।ভোলাবাণী।। ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিয়ে পুনরায় হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য।

সাংবাদিক শামসুর রহমান শুভ

বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতাল দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) মো:মামুন এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।নিহতের পিতা মোসলেউদ্দিন জানান, গতকাল রাতে ভোলা মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে শামসুর রহমান শুভ এর কন্যা সন্তানের জন্ম হয়। তখন তাঁর স্ত্রীর জন্য রক্ত প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতা কে হাসপাতালে নিয়ে আসেন। রক্ষা দেওয়া শেষে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিতে যান তিনি। তাঁকে বাড়িতে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে বাসস্ট্যান্ড পর্যন্ত আসলে হঠাৎ ভোলা থেকে চরফ্যাশনের দিকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা তাঁর মৃত ঘোষণা করেন।

নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সংবাদকর্মী ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, বাসস্ট্যান্ড এলাকায়ে একটি সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়েছি। ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি।

সাংবাদিক সামসুর রহমান শুভ র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন,সম্পাদক এম,নুরুন্নবী, বাংলাদেশ প্রেসক্লাব তজুমদ্দিনের সভাপতি মোঃ রফিক সাদী প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২২   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি: মেজর হাফিজ
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু
রাষ্ট্রের ৩০ লাখ টাকা গচ্চা একদিনও চলেনি তজুমদ্দিন হাসপাতালের নৌ-অ্যাম্বুলেন্স ॥
তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তজুমদ্দিনে সন্ত্রাসী হামলা আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি ॥
লালমোহনের লর্ডহার্ডিঞ্জে জেলেদের জন্য টেকসই পরিকল্পনা গ্রহনের দাবিতে মানববন্ধন
তজুমদ্দিনে ২০লক্ষ টাকার অবৈধ খুটি-জাল ধ্বংস ॥
তজুমদ্দিনে জুলাই-আগষ্টে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা
তজুমদ্দিনে ছাত্রদলের লিফলেট বিতরণ ॥

আর্কাইভ