মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আট করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। এ সময় তাদের কাছে থেকে একটি বোট ও সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। রোববার (১২ মার্চ) রাতে মেঘনার ইলিশা পয়েন্টে অভয়াশ্রম থেকে তাদের আটক করা হয়।

ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ  ৪ জেলে আটক

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম রোববার রাতে ইলিশা পয়েন্টে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে একটি ট্রলার, সাড়ে ৫ হাজার কেজি মাছসহ ৪ জেলেকে আটক করা হয়।জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মুসলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী  বলেন, ইলিশ রক্ষায় কোস্টগার্ডে এ অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, ইলিশের অভাশ্রম রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫০:৪২   ১০৮ বার পঠিত  |